News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৩, ২ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২০

অর্ধযুগ পর খালেদার বিরুদ্ধে কয়লা খনির মামলা সচল

অর্ধযুগ পর খালেদার বিরুদ্ধে কয়লা খনির মামলা সচল

ঢাকা: অর্ধযুগ পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা সচল করা হচ্ছে।

এর আগে ২০০৮ সালে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন বেগম খালেদা জিয়া। সেই আবেদনের শুনানি শেষে কেন এই মামলা বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সেই রুল নিষ্পত্তি চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন- দুদক।

সোমবার শুনানি শেষে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রুল শুনানির জন্য মঙ্গলবার তারিখ নির্ধারণ করবেন মর্মে আদেশ দেন হাইকোর্ট।

দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

সোমবার আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়