ইটিভি চেয়ারম্যানের জামিন আবেদন খারিজ
ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাননি একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালাম।
গত ৮ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ইটিভি চেয়ারম্যানের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
সোমবার তার আইনজীবীর করা জামিন আবেদন আদালতে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়া হয়েছে।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সোমবার সালামের জামিন শুনানি করেন।
সালামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রকাশ করার অভিযোগে গত ৮ জানুয়ারি আব্দুস সালামসহ সংশ্লিষ্টদের বিবাদী করে তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম