News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৯, ১ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২০

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে অবৈধ বলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব।

রোববার সকালে সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তন চেয়ে আমরা হাইকোর্টে একটি আবেদন করেছি। সেটির শুনানি চলছে, এখনো নিষ্পত্তি হয়নি। তারপরও নিম্ন আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এটি আইনিভাবে অবৈধ।’

তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে বেগম খালেদা জিয়া এক টাকাও আত্মসাৎ করেননি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এরকম বক্তব্য দেয়া ঠিক নয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এ ধরনের বক্তব্য আশা করি না।’

মাহবুব আরো বলেন, ‘জেল ফাঁসি যাই দেন কিছুই মানবো না। আমরা আইনের জন্য লড়বো, গণতন্ত্রের জন্য লড়বো।’

সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বারের সহ-সম্পাদক এ কে এম রেজাউল করিম, নাসরিন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/ আরআর/ এমএম

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়