News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৬, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

গৃহবধূ হত্যা মামলায় স্বামীর ফাঁসি: যাবজ্জীবন ৪

গৃহবধূ হত্যা মামলায় স্বামীর ফাঁসি: যাবজ্জীবন ৪

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছার মহেশতারা গ্রামে গৃহবধূ জোসনায়ারা হত্যা মামলায় স্বামী আবু বকর সিদ্দিককে ফাঁসি এবং শ্বাশুরী-দেবরসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামের জোসনায়ারার শ্বাশুরি জমিরন, দেবর ইদ্রিস আলী এবং প্রতিবেশী হাছেন আলী ও ইদ্রিস আলী।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামে যৌতুক নিয়ে পারিবারিক কলহের জের ধরে জোসনায়ারাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পিছনে বাঁশঝাড়ের নিচে মাটিতে পুতে রাখে। পরে নিহতের পিতা বাদী হয়ে পাঁজনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জজ আদালতের বিজ্ঞ বিচারক বুধবার বিকেলে এই রায় দেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ


নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়