এটাই লাস্ট চান্স, এরপর সময় দিব না: ট্রাইব্যুনাল
ঢাকা: বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যানকে জরিমানা করে ট্রাইব্যুনালের দেয়া দণ্ডের বিরুদ্ধে উদ্বেগ ও বিবৃতিদাতাদের বিষয়ে শুনানির জন্য আগামী ১ এপ্রিল দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার এ বিষয়ে আদেশ দেয়ার কথা থাকলেও ১০ জনের পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করায় তা পিছিয়ে আদেশের দিন ঠিক করা হয় ১ এপ্রিল।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তবে বারবার সময় নেয়ার পাশাপাশি তাদের দেয়া ব্যাখ্যায়ও অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল।
পাঁচ বিবৃতিদাতার পক্ষে নারী অধিকার কর্মী শিরীন হক ট্রাইব্যুনালকে সময় আবেদন জানালে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, “আপনাদের এক্সপ্ল্যানেশনের শুনানির কোনো সুযোগ নেই, আর সময় দিতে পারব না। আপনাদের কথায় কি কোর্ট চলবে? কোনো সময় পাবেন না। আজকেই অর্ডার দিব।”
এসময় আইনজীবী আসাদ উদ্দিন আবার নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় আবেদন করলে ১ এপ্রিল পরবর্তী দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। তখন ট্রাইব্যুনাল বলেন, “এটাই লাস্ট চান্স, যা বলার সেদিন বলবেন। এরপর কোনো সময় দিব না।”
বুধবার যে আটজন সময় আবেদন করেন তারা হলেন- মাসুদা খান, আফসান চৌধুরী, জিয়াউর রহমান,হানা শামস আহমেদ, আনু মুহাম্মদ, আনুশেহ আনাদিল, লুবনা মরিয়ম, মুক্তাশ্রী চাকমা, ফরিদা আখতার ওরেজাউর রহমান। তাদের পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার আসাদ উদ্দিন। ফরিদা আখতারকে দেশের বাইরে যেতে হওয়ায় বুধবার তার নামে ওকালত নামা দাখিল করেন ব্যারিস্টার আসাদ।
এর আগে ৫০ নাগরিকের মধ্যে মানবাধিকার কর্মী ও নারী নেত্রী খুশি কবির ওই বিবৃতি প্রকাশের পরপরই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে ১৪ জনের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন করলে গত ২৩ ফেব্রুয়ারি তাদের অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয় আদালত।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম