রাজীব হত্যার বিচার শুরু
ঢাকা: ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত।
এর মধ্যদিয়েই হত্যাকাণ্ডের প্রায় দুবছর একমাস পর আলোচিত এ মামলার বিচার শুরু হলো।
ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন বুধবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২১ এপ্রিল দিন ধার্য্য করেছেন।
এ মামলার প্রধান আসামি রেদোয়ানুল আজাদ রানা ছাড়া বাকি সবাই অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। রানা মামলার শুরু থেকেই পলাতক।
এর আগে ৮ মার্চ ঢাকার দায়রা তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেছিলেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।
এ ঘটনার তদন্ত শেষে গত বছরের ২৮ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করার সুপারিশ করে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ। রাষ্ট্রপক্ষে সাক্ষী ৫৫ জন।
অভিযোগপত্রে আসামি করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ আটজনকে। বাকিরা নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের মধ্যে রেদোয়ানুল আজাদ রানা নামে এক আসামি ছাড়া সবাই জেলহাজতে রয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সাদমান ইয়াছির মাহমুদ, ফয়সাল বিন নাঈম দীপ, এহসান রেজা রুম্মান, মাকসুদুল হাসান অনিক, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজ। তাদের সবাইকে এদিন শুনানিতে হাজির করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, জসীমউদ্দিনের লেখা বই পড়ে এবং তার বয়ান ও খুতবা শুনে নাস্তিক ব্লগারগারদের খুন করতে উৎসাহিত হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ব্লগার রাজীব খুন হন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম