News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

হেরে গেলেন হ্যাপির আইনজীবী

হেরে গেলেন হ্যাপির আইনজীবী

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে পরাজিত হয়েছেন অলোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ভোট পেয়েছেন মাত্র ২৬টি।

বাংলাদেশ দলের পেসার মো. রুবেল হোসেনকে বিদেশে যাওয়ার অনুমতি ও তার জামিন আদেশ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে হ্যাপির পক্ষে একটি রিভিশন আবেদন করেছিলেন এই আইনজীবী।

তিনি গত নির্বাচনে অংশ নিয়ে ভোট পেয়েছিলেন ২২টি।

ভোট না পেলেও বার বার এ পদে তিনি নির্বাচন করেই যাবেন বলে জানিয়েছেন। যদিও এ পদে নির্বাচনের মনোনয়ন পত্র কিনতে লাগে ৩০ হাজার টাকা।

ইউনুছ আলী বলেন, “সভাপতি পদে আমি নির্বাচন করে যাব। আইনজীবীরা অবশ্যই একবার আমাকে নির্বাচিত করবেন।”

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের ফলাফল ঘোষণার পর ল রিপোর্টার্স ফেরামের কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তিনি আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।

এছাড়া নির্বাচনে বিভিন্ন অভিযোগ তুলে সভাপতি পদে তাকে নির্বাচিত করার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন।

এর আগে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন রিট ফাইল করে আলোচনায় এসেছেন এই আইনজীবী। তবে সেসবের শুনানিতে তিনি উপস্থিত থাকেন না বলে অভিযোগ আছে।

নিউজবাংলাদেশ.কম/এফই/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়