News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৭, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১০, ১৮ জানুয়ারি ২০২০

সুপ্রিমকোর্ট বারে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে নীল প্যানেল জয়ী

সুপ্রিমকোর্ট বারে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে নীল প্যানেল জয়ী

ঢাকা: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষসহ নয়টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নীল প্যানেল।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের সাদা প্যানেল পেয়েছে সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক ও তিনটি সদস্য পদ।

সভাপতি পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

দুদিন ভোট গ্রহণের পর সোমবার গভীর রাতে ভোট গণনা হয়। মঙ্গলবার সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ।

সভাপতি পদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ভোট পেয়েছেন ১৮০৬টি। পরাজিত প্রার্থী সাদা প্যানেলের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছেন ১৬২৭ ভোট।

নীল প্যানেলের প্রার্থী বিএনপির যুগ্ম-মহাসচিব ও আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন পেয়েছেন ১৯৩৭ ভোট। পরাজিত প্রার্থী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী পেয়েছেন ১৫২৯ ভোট।

নির্বাচনে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যপদসহ মোট ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে সভাপতি ও সম্পাদক পদ ছাড়াও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি ১টি, সহ-সম্পাদক ১টি, ট্রেজারার, ৪টি সদস্য পদ।

অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল পেয়েছে ১টি সহ-সভাপতি, ১টি সহ-সম্পাদক ও ৩টি সদস্য পদ।

এ নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতির একটি পদের জন্য ৪ জন, সহ-সভাপতির ২টি পদের জন্য ৫ জন, সেক্রেটারির (সম্পাদক) একটি পদের জন্য ২ জন, ট্রেজারার একটি পদে ২ জন, সহ-সম্পাদকের দুইটি পদের জন্য ৪ জন এবং ৭টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জানা গেছে, মোট ৪ হাজার ৩শ ৫৫ জন ভোটারের ভোট দিয়েছেন ৩ হাজার ৫শ ২৯ জন। সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান অডিটোরিয়ামে এবং আশপাশের বারান্দায় ৫৬টি বুথে ভোট গ্রহণ চলে।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়