সুপ্রিম কোর্ট বার নির্বাচন: মাঠে প্রভাবশালী মন্ত্রী ও ভিআইপিরা
ঢাকা: সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের মাঠে নেমেছেন বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। সকাল থেকেই ভোটকেন্দ্রে তাদের অবস্থান লক্ষ্য করা গেছে।
আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে মাঠে অবস্থান করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুসহ অনেক ভিআইপি ও প্রভাবশালী নেতা।
অন্যদিকে নীল প্যানেলের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মীর নাসির উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মাদ আলীকে দেখা গেছে।
এছাড়া ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জামায়াতের কেন্ত্রীয় নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারসহ ডজন খানেক ভিআইপিকে সুপ্রিম কোর্ট মাঠে দেখা গেছে।
ভোটের মাঠে অবস্থানরত সব দলের এই ভিআইপিরা সুপ্রিম কোর্টের আইনজীবী। তবে জানা গেছে, নিজেদের সমর্থিত প্যানেলকে জয়ী করতে কাজ করার নির্দেশ আছে তাদের ওপর। একটি সূত্রে জানা গেছে, সোমবার মন্ত্রীসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সাদা প্যানেলের জয়ের জন্য মন্ত্রীদের কাজ করার নির্দেশ দিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম