News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০২, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০২, ২২ এপ্রিল ২০২১

ডিজিটাল আইনে গ্রেফতার সাংবাদিক তৈয়বের জামিন নামঞ্জুর

ডিজিটাল আইনে গ্রেফতার সাংবাদিক তৈয়বের জামিন নামঞ্জুর

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে খুলনার মহানগর হাকিম গোলাম সারওয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন আদেশ দেন।

আদালতের ভার্চুয়াল শুনানিতে আবু তৈয়বের পক্ষে তার আইনজীবী আক্তার জাহান রুকু জামিন আবেদন করেছিলেন।

আক্তার জাহান রুকু এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু তৈয়ব এনটিভি ও দৈনিক লোক সামাজ পত্রিকার খুলনা প্রতিনিধি। মঙ্গলবার রাতে খুলনা শহরের নূরনগর এলাকায় তার বাড়ি থেকে পুলিশ তৈয়বকে গ্রেফতার করে।

বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আবু তৈয়ব একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, যেখানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের কথা উল্লেখ ছিল।

মঙ্গলবার বিকেলে মেয়র বাদী হয়ে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়