News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৫, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১২:০৬, ২১ এপ্রিল ২০২১

ভার্চুয়াল শুনানিতে মঙ্গলবার জামিন পেলেন দেড় হাজার কারাবন্দি

ভার্চুয়াল শুনানিতে মঙ্গলবার জামিন পেলেন দেড় হাজার কারাবন্দি

সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) এক হাজার ৫৭৬ জন কারাবন্দি আসামিকে জামিন দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বুধবার (২১ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

সাইফুর রহমান আরো জানান, গত ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল এক হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল এক হাজার ৬৩৫ জন হাজতি এবং ২০ এপ্রিল এক হাজার ৫৭৬ অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মোট ছয় কার্যদিবসে ১২ হাজার ২৫৮ জন হাজতি জামিনে মুক্তি পেয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়