News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৩, ২০ এপ্রিল ২০২১

এফবিসিসিআই নির্বাচন বন্ধে হাইকোর্টের রুল

এফবিসিসিআই নির্বাচন বন্ধে হাইকোর্টের রুল

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) নির্বাচন কেন বন্ধ করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

লকডাউনের মধ্যে নির্বাচনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এক ভোটারের করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

একসঙ্গে নির্বাচন বন্ধে ১৪ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করা আবেদন সাতদিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।

আগামী ৫ মে এ নির্বাচনের জন্য দিন ধার্য রয়েছে।

রিট আবেদন দায়ের করেন ভোটার আমির উদ্দিন বিপুল। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।  আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়