News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ১১ জুন ২০২০

ভার্চুয়াল আদালতে মঙ্গলবার ৪০৪২ জামিন

ভার্চুয়াল আদালতে মঙ্গলবার ৪০৪২ জামিন

সারা দেশে মঙ্গলবার ভার্চুয়াল আদালতে আবেদনের শুনানি শেষে মোট ৪ হাজার ৪২ জন জামিন পেয়েছেন।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, আজ সারা দেশে মোট ৬ হাজার ৫১৬ জনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাস মহামারি রোধ করতে আদালতের কার্যক্রম ২৬ মার্চ থেকে স্থগিত ছিল। তবে সাধারণ ছুটিতে ভিডিও কফারেন্সের মাধ্যমে ১১ মে আবার বিচারের কার্যক্রম শুরু হয়।

১০ মে হাইকোর্ট চলমান ছুটির দিনে জরুরি মামলাগুলো শুনানির জন্য তিনটি বেঞ্চ গঠন করে এবং জরুরি জামিন সম্পর্কিত মামলাগুলো শুনানির জন্য সংশ্লিষ্ট অধস্তন আদালতকে নির্দেশনা দেয়।

আদালতকে ভিডিও কনফারেন্স এবং অন্যান্য ডিজিটাল সুবিধার মাধ্যমে বিচারের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়ার জন্য ওই দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ একটি অধ্যাদেশ জারি করেন। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করে জানায় যে এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

৭ মে মন্ত্রিসভা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কনফারেন্স ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য অধ্যাদেশটির খসড়া অনুমোদন করে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়