সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২৮০০ সদস্যের ঋণের আবেদন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২৮০০ জনের বেশি সদস্য ঋণের জন্য আবেদন করেছেন। ওই সমিতির সদস্য প্রায় ১০ হাজার। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিজেদের সদস্যদের ঋণ দেওয়ার জন্য ১৫ এপ্রিল সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ আবেদনের সমসয়সীমা ছিল ২৫ এপ্রিল পর্যন্ত।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, ২৮০০ জনের অধিক আইনজীবী আবেদন করেছেন। ঋণ দেওয়ার জন্য এখন আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করব। আবেদন যাচাই-বছাই করে দেখব। আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপর প্রয়োজনীয়তা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ১৫ এপ্রিল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, ১৫ এপ্রিল সভাপতি এএম আমিন উদ্দিনের সভাপতিত্বে কনফারেন্স করে করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সদস্যদের জন্য বিনা সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।
করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে আদালত অঙ্গণও বন্ধ রয়েছে। কেবল জরুরি প্রয়োজনে প্রত্যেক জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট বারের সভাপতি আমিন উদ্দিন ও সম্পাদক রুহুল কুদ্দুস কাজল স্বল্প পরিসরে কোর্ট চালু করতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি