News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৯, ১৯ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:৩৪, ২১ এপ্রিল ২০২০

চিকিৎসা সরঞ্জাম মজুদ: রিমান্ড শেষে ৪ জন কারাগারে

চিকিৎসা সরঞ্জাম মজুদ: রিমান্ড শেষে ৪ জন কারাগারে

করোনা টেস্টিং কিট, মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, চশমাসহ সংশ্লিষ্ট উপকরণ অবৈধভাবে মজুদসহ বাড়তি দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভ।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৭ এপ্রিল এ চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৬ এপ্রিল রাতে বাংলামোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি করপোরেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে ডিএমপির রমনা বিভাগের এক টিম।

এসময় ওই কার্যালয়ে মজুদ করা ২৭৫ পিস করোনা টেস্টিং কিট, ৯ হাজার ৫০ পিস সাধারণ মাস্ক, ১০০ পিস এন ৯৫ মাস্ক, ১৯৮ পিস পিপিই, ৯৬০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২৫০ জোড়া চশমা, ৯০০টি ক্যাপ, ১৪৪০ টি শু-কাভার জব্দ করে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়