News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৬, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

জামিন পেলেন সেই জান্নাতি

জামিন পেলেন সেই জান্নাতি

ঢাকা: সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জান্নাতি।

বৃহস্পতিবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জান্নাতির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। তাকে সহায়তা করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। জ্যোতির্ময় সাংবাদিকদের বলেন, “হাইকোর্ট রুল মঞ্জুর করে নিয়মিত জামিন দিয়েছেন। ফলে জান্নাতির কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই।”

এর আগে নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আসেন জান্নাতির আইনজীবীরা। হাই কোর্টের দুই বেঞ্চ ওই আবেদনের শুনানি করে তাদের ফিরিয়ে দেয়। পরে এক বেঞ্চ শুনানি করে রুল দিলেও রুল শুনানির সময় ওই বেঞ্চের এক বিচারক বিব্রতবোধ করেন। এরপর এই বেঞ্চে আসেন জান্নাতির আইনজীবীরা।

উল্লেখ্য, জান্নাতি হলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেই ছাত্রী যার সঙ্গে বেড়াতে গিয়ে মহাখালীর ওভারব্রীজের ওপর সড়ক দুর্ঘটনায় তার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার কে এম মোস্তামসির আশরাফ শুভ্র মারা যান।  

পরে বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ এনে জান্নাতির বিরুদ্ধে মামলা করে তেজগাঁও থানার পুলিশ। সেই মামলায় ঘটনাস্থল থেকেই জান্নাতিকে গ্রেফতার করা হয়। ওই দিন থেকে জান্নাতি কারাগারে আছেন। এছাড়া ঘটনার ১০ দিন পর শুভ্রের চাচা বাদী হয়ে জান্নাতিসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়