সালাহ উদ্দিনকে আদালতে হাজির করার নির্দেশ
ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে রোববার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহা পরিদর্শক, র্যাবের মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি), ঢাকা জেলা প্রসাশক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, “বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ আবেদনটি দায়ের করেন। আবেদনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সশরীরে সালাহ উদ্দিন আহমেদকে উপস্থিত করার নির্দেশনা চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।”
এর আগে সালাহ উদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করার নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে আবেদন করেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ফৌজদারি কার্যবিধিতে আবেদনটি করা হয়। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে দাবি করে তার পরিবার। বিএনপির পক্ষ থেকেও গতকাল বুধবার রাতে একই দাবি করে বিবৃতি দেয়া হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
নিউজবাংলাদেশ.কম/এফই/এমএম
নিউজবাংলাদেশ.কম