News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৫, ৮ নভেম্বর ২০২৪

কর্মী নেবে মার্কিন সংস্থা আইপাস

কর্মী নেবে মার্কিন সংস্থা আইপাস

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে প্রজেক্ট অ্যাসোসিয়েট—ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৪।

পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট-ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরসহ অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পদ্ধতির কারিগরি বিষয়ে দক্ষ হতে হবে এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

কর্মস্থল: কক্সবাজার প্রজেক্ট অফিস

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: বছরে বেতন ১১,৩৯,৬২৮ টাকা।

সুযোগ–সুবিধা: বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, কর্মী ও তার সঙ্গী/সঙ্গিনীর স্বাস্থ্যবিমা ও জীবনবিমার সুযোগ আছে।

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট (https://ipas.wd5.myworkdayjobs.com/en-US/Ipas/details/Project-Associate---Finance---Administration--Cox-s-Bazar-_R1031?locations=eb47465604b101db6e3bde1eb800dc08) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়