News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩০, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

২০ বছর পর ভারতে এক টাকার নোট

২০ বছর পর ভারতে এক টাকার নোট

ঢাকা: দীর্ঘ ২০ বছর পর আবারো ভারতের বাজারে চালু করা হলো এক টাকার নোট। শুক্রবার ভারতের বাজারে চালু করা হলো এক টাকার নতুন এ নোট। আর নতুন চালু হওয়া এ নোটটি একশো ভাগ ভেষজ উপাদান দিয়ে তৈরি।   

জানা গেছে, শুক্রবার রাজস্থানের নাথদ্বারের শ্রীনাথজীর মন্দিরে এ নোটটি প্রকাশ করা হয়। অন্যান্য ভারতীয় মুদ্রায় সাধারণত রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনরের স্বাক্ষর থাকে। কিন্তু এ নোটের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ঘটেছে।

এবারের এক টাকার নোটে থাকছে ফিনান্স সেক্রেটারি রাজীব মেহঋষির দুটি ভাষায় করা স্বাক্ষর। গত সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছিল, শিগগিরই এক টাকার নতুন এ নোট ভারতের বাজারে প্রচলন করা হবে।

রিজার্ভ ব্যাঙ্ক জানায়, ২০১১ সালের ভারতীয় মুদ্রা আইনে এটি স্বীকৃত। জানা গেছে, এক টাকার এ নোট একশো ভাগ ভেষজ উপাদান দিয়ে তৈরি। এর ওজন প্রত্যেক স্কোয়ার মিটারে ৯০ গ্রাম।

সূত্রের খবর, এ নোটটি ১১০ মাইক্রন পুরু। নোটটিতে জলছবিতে সত্যমেব জয়তে কথাটি ছাড়াই অশোক-স্তম্ভের প্রতীক আঁকা হয়েছে। গোলাপি-সবুজ মিলিয়ে চমৎকার এক রং এ নোটটির। এরমধ্যে গোলাপি রঙের ছাপই বেশি।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ভারতে এক টাকার নোট ছাপানো বন্ধ হয়ে যায়। এর বদলে চালু করা হয় কয়েন। এ কয়েন ব্যাপকভাবে প্রচলিত হয়েছিল। দীর্ঘ বিশ বছর পর আবারো দেশটিতে ফিরে এলো এক টাকার নোট।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়