তিস্তা ইস্যু নিয়ে মমতা-মোদি
ঢাকা : ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে সমস্যাটি দীর্ঘদিনের। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে এসেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারটি নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন। আজ সোমবার দুপুরে মমতা এ বিষয় নিয়ে মোদির সঙ্গে কথা বলেছেন।
জানা গেছে, প্রথমে তাদের কথা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাইব্রেরি হাউজে। এসময় তারা একান্তে ১৫ মিনিট কথা বলেন। এরপর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় দুজন সংসদ সদস্যসহ মমতা লোকসভায় মোদির সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষায় থাকা গণমাধ্যমকর্মীদের এ বৈঠক বিষয়ে অবহিত করেন মমতা। গণমাধ্যমকর্মীরা এসময় তার কাছে জানতে চায়, তিস্তা নিয়ে মোদিও সঙ্গে তার কোনো কথা হয়েছে কীনা।
জবাবে মমতা জানান, তিস্তা ইস্যু নিয়ে মোদির সঙ্গে তার কথা হয়েছে। তবে কী কী কথা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি মমতা ব্যানার্জি।
উল্লেখ্য, ২০১১ সালে মমতার আপত্তিতে ঢাকা-দিল্লির সঙ্গে বহুল প্রতীক্ষিত তিস্তাচুক্তি ভেস্তে যায়। কংগ্রেসের সেই সময়কালে ওই চুক্তি আর হয়নি। এরপর বিজেপি ক্ষমতায় আসার পর আবার চুক্তিটি করার চেষ্টা শুরু করেছে মোদি সরকার।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনের ঢাকা সফরে তিস্তা ও ছিটমহল চুক্তি নিয়ে মমতা ইতিবাচক ভূমিকা নেবেন বলে জানিয়েছিলেন। আর কলকাতা ফিওে তিনি তিস্তা নিয়ে ইতিবাচক উদ্যোগ নেয়ার জন্য মোদিকে আহবান জানান।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম