News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৪, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১১:১০, ১ মার্চ ২০২০

সিডনিতে ছুরিকাঘাতে ভারতীয় নারী কর্মকর্তা নিহত

সিডনিতে ছুরিকাঘাতে ভারতীয় নারী কর্মকর্তা নিহত

অস্ট্রেলিয়ার সিডনিতে  দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ভারতের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা প্রভা অরুণ কুমার (৪১) নিহত হয়েছেন। সিডনির পরমাত্মা পার্কে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এনডিটিভির এক খবরে জানানো হয়, প্রতিদিনের কাজ শেষে কম সময় লাগে বলে পরমাত্মা পার্ক দিয়ে বাসায় ফিরছিলেন প্রভা। এসময় স্বামী-সন্তানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। একপর্যায়ে হঠাৎ তিনি চিৎকার করে ওঠেন, ‘ডার্লিং, ওরা আমাকে ছুরি মারছে!’ ফোনের ওপরপ্রান্তে হাজার মাইল দূরে থাকা স্বামী অরুণ কুমারের স্ত্রীর এই বিপদের সময় কিছুই করার ছিল না।

পরে একজন পথচারী প্রভাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হয় প্রভাকে। তবে তাঁকে বাঁচানো যায়নি। প্রভা যে বাড়িতে থাকতেন, সেখান থেকে মাত্র ৩০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওয়ান কক্স বলেন, এ ধরনের হামলা সত্যি ভয়ংকর। তাঁরা কল্পনাও করেননি রাত সাড়ে নয়টার সময় এরকম হামলা হতে পারে।

সিডনিতে প্রভার সঙ্গে একই ফ্ল্যাটের বাসিন্দা সারদা ট্রেলিগ্রাফ পত্রিকাকে বলেন, প্রভাকে বারবার অন্ধকারে ওই পার্ক দিয়ে বাড়ি না ফেরার কথা বলা হলেও কাজ শেষে তাড়াতাড়ি আসার জন্য তিনি ওই পার্ক দিয়েই বাড়ি ফিরতেন। কিন্তু পার্কের পরিবেশ ভালো না। সেখানে মাত্র দুই ডলারের জন্যও ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, প্রভার স্বামী অরুণ কুমার তাঁদের নয় বছরের মেয়েকে নিয়ে গতকাল রোববার সিডনি পৌঁছেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়