আইএসের প্রতি বোকো হারামের আনুগত্য ঘোষণা
নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম সরাসরি ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য ঘোষণা করে শপথ নিয়েছে। দুই জঙ্গি সংগঠন একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এক অডিও বার্তাও প্রকাশ করা হয়েছে।
তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ অডিও বার্তাটি এখনো সঠিকভাবে যাচাই করা হয়নি। বোকো হারাম তাদের টুইটারে খবরটি বিশ্ববাসীকে জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (০৭ মার্চ) রাতে প্রকাশিত অডিও বার্তাটি বোকো হারাম প্রধান আবুবকর শেকাউর বলে দাবি করা হচ্ছে।
বার্তায় বলা হয়, ‘আমরা খেলাফত শাসনের প্রতি আমাদের আনুগত্য ঘোষণা করলাম... শুনবো ও মান্য করবো কঠিন এবং সমৃদ্ধির সময়ে।’ আইএস-এর স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদীকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে মেনে নিয়ে তার প্রতি আনুগত্য-ও ঘোষণা করা হয়েছে অডিওটিতে।
এর আগে মিশর, আলজেরিয়া, ইয়েমেন, সৌদি আরব ও লিবিয়ার জিহাদিদের সমর্থন গ্রহণ করে আইএস।
শুরুতে কেবল পশ্চিমা শিক্ষার বিরোধিতা করাই ছিল বোকো হারামের অন্যতম প্রধান কার্যক্রম।
হাউসা ভাষায় ‘বোকো হারাম’ মানে হচ্ছে ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ।
প্রথমদিকে বোকো হারামকে আল কায়েদার সাথে সংশ্লিষ্ট বলে ধারণা করা হলেও, বিশ্লেষকরা বলছেন, এখন তারা আইএসের কৌশল অনুসরণ করতে শুরু করেছে।
বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়ার সেনাবাহিনী ততটা কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। তবে এখন চাদ, ক্যামেরন, আর নাইজারের সেনারা তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে।
এদিকে, আইএসের প্রতি আনুগত্য জানিয়ে অডিও বার্তা প্রকাশের পর বোকো হারামের জন্মস্থান নাইজেরিয়ার মাইদুগুরি-তে শনিবার কয়েক দফায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে, বোকো হারাম এখনো এসব হামলার দায় স্বীকার করেনি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম