News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৬, ৭ মার্চ ২০১৫
আপডেট: ১৬:০৫, ১৭ মে ২০২০

মদের সঙ্গে বিষ মিশিয়ে খুন

মদের সঙ্গে বিষ মিশিয়ে খুন

ঢাকা : শুক্রবার সন্ধ্যায় ভারতের খড়দহের পঞ্চায়েত এলাকায় অমিতাভ চট্টোপাধ্যায় (৩২) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তার এ মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদের সঙ্গে বিষ মিশিয়ে তা খাইয়ে খুন করা হয়েছে অমিতাভকে। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে অমিতাভর বন্ধু ঈশ্বর নামে এক যুবককে আটক করেছে খড়দহ থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হার্ডওয়ারের দোকানে বসেছিলেন অমিতাভ। হঠাৎ একটি ফোনকল পেয়েই বেরিয়ে যান। বলে যান, দু`ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন।  দুপুর দুইটা পর্যন্ত স্ত্রী নীলিমা চট্টোপাধ্যায়ের কাছে ফোন আসে যে, পাতুলিয়ার বড়বাগান মাঠে পিকনিকে এসে অসুস্থ হয়ে পড়েছেন অমিতাভ।

খবর পেয়েই নীলিমা ছুটে যান সেখানে। দেখেন, মাটিতে শুয়ে রয়েছেন অমিতাভ। অমিতাভ তাকে জানান, তিনি ঠিক আছেন। কিন্তু মাটিতে শুয়ে জামাকাপড় নষ্ট হয়ে গেছে। বাড়ি থেকে পরিষ্কার জামা আনতে অনুরোধ করেন তিনি।

বাড়ি ফিরে আসেন নীলিমা। কিছুক্ষণের মধ্যে ঈশ্বর নামে অমিতাভের একবন্ধু তাকে ফোন করে জানান, অমিতাভের শরীর আবার খুব খারাপ করেছে। অমিতাভকে তারা ঈশ্বরের বাড়িতে নিয়ে যাচ্ছে। ছুটে যান নীলিমা ঈশ্বরের বাড়িতে। দেখতে পান, অমিতাভের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। স্থানীয় চিকিৎসকদের ডাকা হয়। কিন্তু সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতেই মৃত্যু হয় তার।

অমিতাভর বাবা জয়ন্ত চট্টোপাধ্যায় এবং স্ত্রীর অভিযোগ, নিয়মিত মদ্যপান করতেন না অমিতাভ। কার ফোন পেয়ে হঠাৎ কেন সে ছুটে গেল পিকনিকে তা তারা বুঝতে পারছে না।

তারা আরো জানান, অমিতাভের ওই স্থান থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছিল। অথচ সেখানে না নিয়ে তাকে নেয়া হলো ঈশ্বরের বাড়িতে। পুলিশ জানতে পেরেছে, ওই পিকনিকে গাড়ির বিমাগ্রাহকরা ছিলেন।
এ ঘটনা নিয়ে গুঞ্জন উঠেছে, বিমাগ্রাহকদের সঙ্গে পুরনো কোনো শত্রুতার জেরেই হয়তো হয়তো পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অমিতাভকে। পুলিশ বলছে, ঈশ্বরকে জিজ্ঞাসাবাদ করে এ মৃত্যুর কিনারা করা সম্ভব।

জানা গেছে, অমিতাভ চট্টোপাধ্যায় একাধিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বাবা জয়ন্ত চট্টোপাধ্যায়ের হার্ডওয়ারের ব্যবসা দেখাশোনার পাশাপাশি নিজের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবসাও ছিল।

এর বাইরে তিনি গাড়ি ও মোটর সাইকেলের বিমাকর্মী হিসাবেও যুক্ত ছিলেন।

নিউজ বাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়