নেমৎসভ খুনে জড়িত সন্দেহে দু`জন গ্রেফতার
আততায়ীর হাতে নিহত রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস নেমৎসভের খুনের ঘটনায় জড়িত সন্দেহে দু`জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি আজ ( শনিবার ০৭ মার্চ ) তাদের গ্রেফতারের কথা জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্পষ্টবাদী সমালোচক হিসেবে পরিচিত বরিস নেমৎসভ গত সপ্তাহে আততায়ীর গুলিতে নিহত হন।
এফএসবি প্রধান আলেক্সান্ডার বর্টনিকভ এক টেলিভিশন সাক্ষাৎকারে নেমৎসভ খুনে জড়িত সন্দেহে দু`জনকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। গ্রেফতার দু`জন হলেন- আনজর গুবাশেভ ও জাউর দাদায়েভ।
আলেক্সান্ডার বর্টনিকভ এ প্রসঙ্গে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইতারতাস বরিস নেমৎসভ খুনের ঘটনায় গেফতারকৃত দুজনকে সন্দেহভাজন বলে মন্তব্য করেছে।
গ্রেফতারকৃতরা রাশিয়ার দক্ষিণাঞ্চলের ককেশাস এলাকার বাসিন্দা বলে নিরাপত্তা সংস্থার প্রধান জানিয়েছেন। গাড়ির গেটওয়েতে পাওয়া প্রমাণের ভিত্তিতে এবং ফোন কল ট্যাপ করে তাদের গ্রেফতার করা হয়।
আলেক্সান্ডার বর্টনিকভ জানান, এই খুনের নির্দেশদাতাকে ধরতে দেশজুড়ে এখনও অনুসন্ধান তৎপরতা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম