হোলি খেলল হিন্দুরা, নিরাপত্তা দিল মুসলমানরা
ঢাকা : পাকিস্তানের হিন্দু সম্প্রদায় হোলি খেলবে। কিন্তু তারা শঙ্কিত তাদের নিরাপত্তা নিয়ে। তাদের এ শঙ্কা দূর করতে এগিয়ে এলো একদল মুসলমান ছাত্র। শুক্রবার করাচির স্বামী নারায়ণ মন্দির ঘিরে মানবপ্রাচীর তৈরি করল সে দেশের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন।
জানা গেছে, পাকিস্তানের মোট জনসংখ্যার ২ শতাংশ হিন্দু। সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার হেনস্তার অভিযোগ এনে ২০১২ সালে দেশত্যাগী হয়েছিল বেশ কিছু পরিবার।
ভয় দেখিয়ে ধর্মান্তকরণের অভিযোগও উঠেছে বহুবার। এ অবস্থায় ছাত্রদের এ পদক্ষেপ সর্বমহলে প্রসংশীত হয়। এ অনুষ্ঠান সম্পর্কে আগেই সোশ্যাল মিডিয়ায় প্রচার কওে সংগঠনটি।
এনএসএফ-এর করাচি শাখার সাধারণ সম্পাদক ফাওয়াদ হাসান গণমাধ্যমকে জানান, পাকিস্তানে নানা সমস্যার সম্মুখীন হওয়া হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিতেই এ পদক্ষেপ।
হোলি উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সরকারি বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানে সকল সম্প্রদায়ের সমান অধিকার ও সুযোগ-সুবিধা পাওয়ার সাংবিধানিক বিধি রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজ বাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম