এমএইচ৩৭০:
আরোহীসহ নিখোঁজ মালয়েশীয় বিমানটি ভারত মহাসাগরে
নিখোঁজের এক বছর পরও এমএইচ৩৭০ বিমানটি ভারত মহাসাগরে পাওয়া যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী। বিবিসিকে মালয়েশীয় যোগাযোগ মন্ত্রী লিউ তিয়ং লাই বলেন, ২৩৯ জন আরোহীসহ নিখোঁজ বিমানটির অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। মালয়েশিয়ান কর্তৃপক্ষ নিখোঁজ বিমান সম্পর্কীত কোন তথ্যই গোপন করেনি বলেও দাবি করেন তিনি।
আরোহীসহ এমএইচ-৩৭০ ফ্লাইটের উধাও হয়ে যাওয়ার এক বছর পূর্তি হতে যাচ্ছে রোববার। বিশাল এলাকা জুড়ে বিভিন্ন দেশের অংশগ্রহণে ব্যাপক অভিযানের পরও এখন পর্যন্ত বিমানটির কোনো অংশেরই হদিস মেলেনি। বিমানটির আরোহীদের ভাগ্যে কী ঘটেছিল, তাও নিরূপণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ভারত মহাসাগরে অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।
উধাও হয়ে যাওয়ার এক বছর পূর্তি সামনে রেখে মালয়েশিয়ার বিমান চলাচল দফতর নিখোঁজ বিমানটি ও অনুসন্ধান তৎপরতার ওপর একটি প্রতিবেদন দিতে যাচ্ছে বলে বিবিসি জানিয়েছে।
অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া গত সপ্তাহে বিমানটি অনুসন্ধানে নতুন পদ্ধতি প্রয়োগের কথা ঘোষণা করেছিল।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম