News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৮, ৫ মার্চ ২০১৫
আপডেট: ০২:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

রাজ্যসভায় সদস্যদের অনুপস্থিতিতে বিব্রত মোদি

রাজ্যসভায় সদস্যদের অনুপস্থিতিতে বিব্রত মোদি

ভারতের রাজ্যসভায় মন্ত্রীসহ সদস্যদের অনুপস্থিতিতে অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মন্ত্রী ও সদস্য এবং এনডিএ জোটের সদস্যদের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন মোদি।

রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের সংশোধনী বিলের ওপর গতকাল বুধবার ভোটাভুটির সময় নিজ দল ও মিত্রদলের অধিকাংশ সদস্য অনুপস্থিত দেখে মোদি এ পদক্ষেপ নেন।  

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, রাজ্যসভায় এখন বাজেট অধিবেশন সংক্রান্ত বিভিন্ন বিল পাস হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যসভার বেশির ভাগ সদস্যের অনুপস্থিতিতে বেশ বিব্রত হন মোদি।

সংশোধনীটি রাজ্যসভায় যখন ভোটের জন্য উপস্থাপন করা হয়, তখন ৪৬ জন বিজেপি সদস্যদের মধ্যে ১০ জন এবং এনডিএর ১২ জন সদস্য সেখানে অনুপস্থিত ছিলেন। সংশোধনীটির পক্ষে ১১৮ ভোট ও বিপক্ষে ৫৭ ভোট পড়ে।

একটি সূত্র জানায়, যেসব মন্ত্রী ও রাজ্যসভার সদস্য ওই দিন অনুপস্থিত ছিলেন, তাঁদের কাছে হাজির না থাকার কারণ জানতে চেয়েছেন মোদি।
নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়