দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা
দক্ষিণ কোরিয়ায় ধারালো অস্ত্রের হামলায় মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট (৪২) জখম হয়েছেন। দেশটির রাজধানী সিউলে আজ (বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০১৫) সকালে কিম কি-জং (৫৫) নামে এক ব্যক্তি মার্কিন রাষ্ট্রদূতের ওপর এ হামলা চালায়। তাকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি।
মার্ক লিপার্ট সিউলে একটি প্রাতঃরাশবৈঠকে অংশ নেওয়ার সময় হামলার শিকার হন। ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, রাষ্ট্রদূতের মুখমণ্ডল ও বাম হাত দিয়ে রক্ত ঝরছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
জখম জীবনের জন্য ঝুঁকির মতো নয় উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হামলায় রেজর ব্লেড ব্যবহার করেছেন হামলাকারী। তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়, ফল কাটার ছোট ছুরি দিয়ে হামলা চালানো হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হামলাকারী কিম কি-জং একজন কোরীয় জাতীয়তাবাদী। দুই কোরিয়া এক হওয়া উচিত বলে স্লোগান দিয়ে মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা চালান তিনি । যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বার্ষিক যৌথ সামরিক মহড়ার বিরোধিতাও করেন তিনি।
এর আগে ২০১০ সালে সিউলে এই কিম কি-জং জাপানি রাষ্ট্রদূতের ওপরও ঢিল ছুড়ে হামলার চেষ্টা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, “আমরা তীব্রভাবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা খবর পেয়ে লিপার্টকে ফোন করে দ্রুত তার সুস্থতা কামনা করেছেন বলে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন।
সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী লিপার্ট ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। দুই কোরিয়া পুনরেকত্রীকরণ নিয়ে কর্মরত গ্রুপ ‘কোরিয়া কাউন্সিল ফর রিকনসিলিয়েশন অ্যান্ড কোঅপারেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে সকালে সিউলের সেজং হলে যান রাষ্ট্রদূত লিপার্ট।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম