তাপস পালের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি
ঢাকা: ভারতের তৃণমূল সংসদ সদস্য তাপস পালের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। রোজভ্যালি কাণ্ডে প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ তল্লাশি অভিযান চলে তাপসের দক্ষিণ কলকাতার বাড়িতে।
জানা গেছে, দক্ষিণ কলকাতায় তাপসের দুটি ফ্ল্যাটে তল্লাশি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৭ অফিসার। সিবিআই সূত্রে জানা গেছে, ২ মাস ধরে রোজভ্যালির ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তারা জানতে পেরেছেন, বিভিন্ন সময় এ রোজভ্যালির কাছ থেকে টাকা নিয়েছেন তাপস পাল।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এ ঘটনায় আর্থিকভাবে লাভবান হয়েছেন তাপস পাল। রোজভ্যালির কর্মী-কর্মকর্তাদের দেয়া তথ্য থেকে তারা জানতে পেরেছেন, বিভিন্ন সময় রোজভ্যালির অফিসেও যেতেন তৃণমূলের এ সংসদ সদস্য।
সিবিআই সূত্রে খবর, তাপস পালের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তার সঙ্গে গৌতম কুণ্ডুর কী ধরনের সম্পর্ক ছিল যে তিনি রোজভ্যালির অফিসে বারবার যেতেন? ব্যাপারটি খতিয়ে দেখছে সিবিআই।
জানা গেছে, দরকার হলে তাপস পালকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
নিউজ বাংলাদেশ২৪.কম/এসটি/এটিএস
নিউজবাংলাদেশ.কম