কেরিকে ৬ কংগ্রেসম্যানের চিঠি
অভিজিৎ খুনীদের বিচার নিশ্চিত করতে হবে
ঢাকা: ব্লগার-লেখক অভিজিৎ হত্যার বিচার চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যান।
মঙ্গলবার কেরির কাছে পাঠানো চিঠিতে তারা বলেন, ‘যুক্তরাষ্ট্র চরমন্থীদের স্বাধীনভাবে এসব কাজ (নৃশংস হত্যাকাণ্ড) করার অনুমোদন দিতে পারে না। আমাদের অবশ্যই বলার এবং চিন্তার স্বাধীনতার পক্ষে থাকতে হবে।’
কেরির কাছে পাঠানো চিঠিতে স্বাক্ষরকারী ছয় কংগ্রেসম্যান হলেন- মাইক হোন্ডা, এডি রয়েস, এলিয়ট এঙ্গেল, গ্রেস মেঙ, স্টিভ শ্যাভট ও অ্যামি বেরা।
পাঠানো চিঠিতে কংগ্রেসম্যানেরা বলেন, ‘অভিজিৎ ছিলেন প্রতিশ্রুতিশীল বাংলাদেশি আমেরিকান ব্লগার। তিনি মুক্তমনা ব্লগ এবং বইয়ের মধ্য দিয়ে বাংলাদেশে মুক্তবাক এবং
অসাম্প্রদায়িকতার চর্চাকে উৎসাহিত করতেন।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম