News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৫, ৩ মার্চ ২০১৫
আপডেট: ১৪:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২০

ফোর্বসের শীর্ষস্থানীয় ধনীদের তালিকায় ১ নম্বরে বিল গেটস

ফোর্বসের শীর্ষস্থানীয় ধনীদের তালিকায় ১ নম্বরে বিল গেটস

প্রভাবশালী বাণিজ্য সাময়িকী ফোর্বসের বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবেরদের তালিকায় এবারও এক নম্বরে রয়েছেন বিল গেটস। শীর্ষস্থানীয় ধনকুবেরদের তালিকায় এ নিয়ে ১৬ বার এক নম্বর স্থানটি ধরে রেখেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা।

ফোর্বসের তথ্য অনুযায়ী, এক বছরে বিল গেটসের সম্পদ ৩০০ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯০০ কোটি (৭৯ বিলিয়ন) ডলারে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় নম্বরে আছেন যথাক্রমে কার্লোস স্লিম হেলু ও ওয়ারেন বাফেট। বিশ্বে বর্তমানে শত কোটিপতি ব্যক্তির সংখ্যা ১ হাজার ৮২৬ জন।

এছাড়া, প্রথমবারের মতো শীর্ষ ২০-এ ঢুকে পড়েছেন ফেসবুক কর্তা জুকারবার্গ ও আমেরিকার কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জনসন।

ফোর্বসের তথ্যমতে বর্তমানে বিশ্বে রেকর্ড ১ হাজার ৮২৬ জন বিলিয়নিয়ার রয়েছেন। এর মধ্যে গত ১২ মাসে এ তালিকায় যোগ হয়েছে ১৮১ জন।

শীর্ষ ধনীর তালিকায় তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের প্রাধান্য রয়েছে। শীর্ষ ২০ জন ধনীর মধ্যে এখাতের ব্যবসায়ী রয়েছেন ৬ জন।

এ তালিকায় প্রথম নারী হিসেবে স্থান পেয়েছেন ক্রিস্টি ওয়ালটন। তিনি বিশ্বখ্যাত রিটেলার ওয়াল-মার্টের অন্যতম উত্তরাধিকারী।

শীর্ষ ২০ ধনীর মধ্যে ১৫ জনই এসেছে আমেরিকা থেকে। ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকায় নতুন করে ২৯০ জন যুক্ত হয়েছেন। এর মধ্যে চীন থেকে এসেছে ৭১ জন। এছাড়া ৪৬ জন বিলিয়নিয়ারের বয়স ৪০ বছরের নিচে। এদিকে গত বছরের তালিকা থেকে এবছর বাদ পড়েছেন ১৩৮জন।


নিউজবাংলাদেশ.কম/ এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়