News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪২, ৩ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

নেমৎসভের বান্ধবী ও খুনের প্রধান প্রত্যক্ষদর্শী ইউক্রেনে

নেমৎসভের বান্ধবী ও খুনের প্রধান প্রত্যক্ষদর্শী ইউক্রেনে

নেমৎসভের খুনের প্রধান প্রত্যক্ষদর্শী গান্না দুরিৎসকা গতকাল সোমবার নিরাপদে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন। রাশিয়ায় সদ্য হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতা বরিস নেমৎসভের বান্ধবী ছিলেন গান্না দুরিৎসকা।

পুতিনের কট্টর সমালোচক, রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দলের নেতা বোরিস নেমৎসভ  গত শুক্রবার রাতে আততায়ীর গুলিতে নিহত হন। ক্রেমলিনের খুব কাছে নেমৎসভ নিহত হওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন গান্না। গান্নার আইনজীবী ভাদিম প্রখরভ সাংবাদিকদের জানান, তাঁর মক্কেলের বিশ্রাম নেওয়া দরকার।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ২৩ বছর বয়সী গান্না ইউক্রেনের মডেল। তিনি নেমৎসভের বান্ধবী ছিলেন।

এর আগে গান্না অভিযোগ করেন, রুশ তদন্তকারীরা তাঁকে মস্কো ত্যাগ করতে বাধা দেন। তাঁর ভাষ্য, তিনি তদন্তকারীদের সব তথ্য দিয়েছেন। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাঁকে মস্কো ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে।

এদিকে, মস্কোর একটি সমাধিতে মঙ্গলবার নেমৎসভের শেষকৃত্য হওয়ার কথা।

জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। হত্যাকারীদের ধরতে ইতিমধ্যে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে রুশ সরকার।

পুতিনের এই কড়া সমালোচক নিহত নেমৎসভ প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিরোধী ছিলেন।  

নিউজবাংলাদেশ.কম/ এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়