সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে হোটেলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সুইজারল্যান্ডে সোমালিয়ার রাষ্ট্রদূত ইউসুফ বারিবারি রয়েছেন।
আফ্রিকান ইউনিয়ন মিশন (এএমআইএসওএম) বিবিসিকে জানায়, মক্কা আল-মুকারামা নামের ওই হোটেলটিতে শুক্রবার প্রথমে বোমা বিস্ফোরণ ও পরে বন্দুক হামলা চালায় সন্ত্রাসীরা। হোটেলটি সরকারি কাজে ব্যবহার করা হতো।
মিশনের এক মুখপাত্র জানান, আল-শাবাব সদস্যরা প্রথমে গাড়ি থেকে এক বিস্ফোরণ ঘটায়। পরে সশস্ত্র যোদ্ধারা পরে হোটেলের ভেতর ঢুকে গুলি চালায়। এসময় তারা বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে ফেলে।
নিরাপত্তা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ হুসেনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, অন্তত চারজন হামলাকারী হোটেলের ভেতরে বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে। তবে, কয়েকজন হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে বের হয়ে আসতে সক্ষম হন।
বাইরে নিরাপদে বেরিয়ে আসা একজন জানান, হামলাকারীরা ভেতরে যাকেই খুঁজে পাচ্ছে, তাকেই হত্যা করছে।
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত সোমালিয়ার বিশেষ বাহিনী জঙ্গিদের হটিয়ে হোটেলের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয় বলে জানা গেছে।
সর্বশেষ খবর মতে, সংঘর্ষ চলছে। জঙ্গিরা হোটেলের ছাদে গিয়ে গুলি ও গ্রেনেড ছুড়ছে।
হামলার দায় স্বীকার করে নেওয়া জঙ্গিগোষ্ঠী আল-শাবাব ২০১৩ সালেও এই হোটেলেই আক্রমণ চালিয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম