News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৯, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৪১, ১৮ জানুয়ারি ২০২০

বোকো হারামের সদর দপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি

বোকো হারামের সদর দপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি

জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। দেশটির গওজা শহর পুনর্দখলের পর শুক্রবার দেশটির সেনাবাহিনী এ দাবি করেছে। বিবিসি।

গত বছর আগস্টে গওজা শহরের দখল নেয় বোকো হারাম।  গওজা পুনর্দখলের অভিযানে বোকো হারামের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি সেনাবাহিনীর। তবে রয়টার্স বলছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নাইজেরীয় সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নাইজেরিয়ায় বিগত পাঁচ বছরে বোকো হারাম ও সেনাবাহিনীর সংঘর্ষে ১৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়