সৌদি হামলায় ইয়েমেনে নিহত ৩৯
সৌদি নেতৃত্বাধীন গালফ জোটের বিমান হামলায় ইয়েমেনে এ পর্যন্ত অন্তত ৩৯ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। এএফপি।
ইয়েমেনের সশস্ত্র শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথির বিরুদ্ধে বুধবার সন্ধ্যা থেকে বিমান হামলা শুরু করে সৌদি আরবসহ গালফভুক্ত পাঁচটি দেশ ও আরও কয়েকটি মিত্র দেশের সামরিক জোট।
শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সানার উত্তরে সামা নামে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানোর সময় চারপাশের আবাসিক এলাকায় আঘাত হানে। এতে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এ ছাড়া সানায় প্রেসিডেন্ট ভবনে ও পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবে বিমান হামলায় অন্যরা নিহত হন।
আল সামা বিমান ঘাঁটির নিয়ন্ত্রক ইয়েমেনের সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলি আবদুল্লা সালেহর ছেলের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের মদদ দেয়ার অভিযোগ রয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবে বিমান হামলা হয়েছে। সালেহ সমর্থিত একটি সেনা ব্রিগেডের ওপর ওই হামলা করে সৌদি নেতৃত্বাধীন জোট। এ ছাড়া সালেহপন্থী আরেকটি সেনাক্যাম্পে বিমান হামলা হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা।
সব মিলিয়ে প্রথম ৩৬ ঘণ্টায় গল্ফ জোটের হামলায় ইয়েমেনে নিহত হয়েছে ৩৯ জন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম