News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৮, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১১, ১৮ জানুয়ারি ২০২০

ডেট্রয়েটে ফ্রিজ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেফতার

ডেট্রয়েটে ফ্রিজ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে ফ্রিজ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তাদের মাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ছেলে শিশুটির বয়স ১১ বছর ও মেয়ে শিশুটির বয়স ১৪ বছর।

আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আদালতের নির্দেশে একটি অ্যাপার্টমেন্টে উচ্ছেদ-অভিযান চালাতে গিয়ে ফ্রিজের ভেতর থেকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।

লাশ দুটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল। মৃত্যুর কারণ জানতে লাশ দুটির ময়নাতদন্ত করা হবে।

এ ঘটনায় গ্রেফতার হওয়া ৩৬ বছর বয়সী নারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ আরো জানিয়েছে, গ্রেফতার হওয়া নারীর ১১ ও ১৭ বছর বয়সী আরও দুই সন্তানকে প্রতিবেশীর বাসায় তাদের পাওয়া গেছে। তাদের নিরাপত্তা-হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, উদ্ধার হওয়া শিশু দুটিকে প্রায় এক বছর ধরে দেখেননি বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন টোরি চিলড নামে এক প্রতিবেশী।

পুলিশ প্রধান জেমস ক্রেইগ এ ঘটনাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়