News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০২, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২০

তীরন্দাজিতে রেকর্ড গড়ল তিন বছরের শিশু!

তীরন্দাজিতে রেকর্ড গড়ল তিন বছরের শিশু!

ঢাকা: এখনও তিন বছর বয়স পূর্ণ হতে নয় দিন বাকি তার। এ বয়সেই জাতীয় রেকর্ড গড়ে ফেলল ভারতীয় শিশু তীরন্দাজ ডলি শিবানী চেরুকুরি। শিবানীই এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ ভারতীয়, যে পাঁচ এবং সাত মিটার দূরত্বে তীরন্দাজিতে ২০০ পয়েন্ট স্কোর করেছে। খবর এনডিটিভির।

সাত মিটার দূর থেকে তীর ছুড়ে ২০০ পয়েন্ট অর্জন করে ছুঁয়ে ফেললেন আরেক ভারতীয় তীরন্দাজ বিশ্বরূপ রায় চৌধুরীর গড়া রেকর্ড। বিশ্বরূপ রায় চৌধুরী অন্ধ্র প্রদেশ থেকে টেলিফোনে ডলিকে অভিনন্দন জানিয়েছেন। ২৪ মার্চ অন্ধ্র প্রদেশের ভলগা আর্চারি একাডেমীতে এক প্রতিযোগিতায় ডলি রেকর্ডটি করে।

ভারতের রেকর্ড বইতে ডলির চেয়ে কম বয়সে আর কেউ এ রেকর্ড করেনি।

ডলির জন্ম তার ভাইয়ের মৃত্যুর পর। সরোগসিতে ( অন্যের গর্ভাশয় ভাড়া করে) তার জন্ম হয়েছে। ২০১০ সালে ডলির বড় ভাই সড়ক দুর্ঘটনায় মারা যান। তার ভাই ছিলেন একজন আন্তর্জাতিক তীরন্দাজ ও কোচ। এরপর শিবানীকেও একজন তীরন্দাজ বানানোর স্বপ্নপূরণের প্রস্তুতি শুরু করে তার পরিবার।

ডলির রেকর্ডে তার বাবা চেরুকুরি সত্যনারায়না খুব খুশি হয়েছেন। তিনি একটি আর্চারি একাডেমী চালান।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়