News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৪, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২০

লিবিয়ায় অপহৃত ২ বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে জঙ্গিরা

লিবিয়ায় অপহৃত ২ বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে জঙ্গিরা

ঢাকা: লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে ছেড়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

সোমবার তাদের ছেড়ে দেয়া হয় বলে মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, হেলাল ও আনোয়ার এখন ত্রিপোলি থেকে ৭০০ কিলোমিটার দূরে সিরতে হাসপাতালে রয়েছেন। তাদের দুজনেরই শারীরিক অবস্থা স্বাভাবিক। শিগগির তাদের কর্মস্থলে নিয়ে যাওয়া হবে। হেলাল উদ্দিনের পাসপোর্ট নম্বর বি ০১৫৬৫৫৩ ও মোহাম্মদ আনোয়ার হোসেনের পাসপোর্ট নম্বর এ ই ৩৬৩০৭৫৪।

লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ মিশন জানায়, জিম্মি দুই বাংলাদেশিকে উদ্ধারে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও আটক হওয়া দুইজনকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালায়। লিবিয়ার জাতীয় তেল প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভাএওএস (VAOS) এর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দূতাবাস। এ ছাড়া, জিম্মি এ দুইজনকে উদ্ধার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সকল সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ করে।

প্রসঙ্গত, গত ৯ মার্চ লিবিয়ার সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে ১১ নিরাপত্তাকর্মীকে হত্যা করে আইএস। নিরাপত্তা বাহিনী ওই তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর জানা যায় যে, জঙ্গিরা নয় জন কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। ওই ৯ জনের মধ্যে জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর মোহাম্মদ আনোয়ার হোসেন নামের দুই বাংলাদেশি থাকার বিষয়ে নিশ্চিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়