ইরানের সঙ্গে চুক্তি বাধাগ্রস্ত করতে ইসরায়েলের গুপ্তচরবৃত্তি
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা বাধাগ্রস্ত করতে ইসরায়েলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ পাওয়া গিয়েছে। তবে ইসরাইল এই অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি বিষয়ক নসাৎ করতে ইসরায়েল গুপ্তচরবৃত্তি করেছিল।
প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য ওই চুক্তি যাতে না হয় সে লক্ষ্যে ইসরায়েল টেলিফোনে আড়িপাতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় ব্রিফিংয়ের তথ্য, গুপ্তচরদের তথ্য এবং ইউরোপের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের তথ্য সংগ্রহ করে।
তবে ইসরাইল গোয়েন্দা তৎপরতার কথা অস্বীকার করেছে। নেতানিয়াহু প্রশাসন দাবি করেছে, ইরানি কর্মকর্তাদের ওপর গভীর নজরদারি এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তাদের সাথে আলোচনা করে তারা এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে আরো বলা হয়, এসব তথ্য সংগ্রহ করে মার্কিন কংগ্রেস সদস্যদের হাতে তুলে দিয়ে ইরানের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব হবে বলে ইসরায়েল আশা করেছিল।
তবে ইসরায়েলের এই গোয়েন্দা তৎপরতা শীর্ষস্থানীয় এক মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একে অন্যের ওপর গোয়েন্দাগিরি এক বিষয়, এবং যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সংগ্রহ করে তা কংগ্রেস সদস্যদের কাছে হস্তান্তর করে কূটনীতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা অন্য কথা।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ওপর যেসব দেশ নিয়মিত গোয়েন্দা তৎপরতা চালায় তাদের মধ্যে ইসরায়েল শীর্ষে। এই তালিকায় আরও রয়েছে চীন, রাশিয়া ও ফ্রান্স।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম