News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩০, ১ মার্চ ২০১৫
আপডেট: ০৪:০৩, ১০ মে ২০২০

নির্বোধের স্ত্রী হওয়ার চেয়ে কুমারিত্বই পছন্দ সৌদি নারীদের

নির্বোধের স্ত্রী হওয়ার চেয়ে কুমারিত্বই পছন্দ সৌদি নারীদের

নির্বোধ কাউকে বিয়ে করার চাইতে কুমারী হিসেবে জীবন কাটাতেই পছন্দ সৌদি নারীদের। একথা বলেছেন সৌদি আরবের এক শীর্ষ নারীবাদী লেখিকা। সামার আল মুকরেন নামের ওই নারী তার টুইটার অ্যাকাউন্টে এ প্রসঙ্গে বলেন, বিয়ের ক্ষেত্রে সৌদি নারীরা এখন আর সৌদি পুরুষদেরই একমাত্র পছন্দের তালিকায় রাখছেন না।
তিনি সেইসব সৌদি পুরুষদের সমালোচনা করেন যারা অবিবাহিত নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন। সামারা আরও লেখেন, বহু সৌদি নারী স্বেচ্ছা আইবুড়ো জীবন বেছে নিয়েছেন কারণ তারা কাণ্ডজ্ঞানহীন স্বামীর ঘরনি হতে চাননি।
তিনি আরও লেখেন, সৌদি নারীরা এখন বিয়েকে দেখেন একটি নিরাপদ ও নিশ্চিত পারিবারিক জীবনোপভোগের সোপান হিসেবে।
সামারার মতে-- বয়স হবার পরও যেসব সৌদি নারী অবিবাহিত রয়েছেন সৌদি সমাজের অনেকেই তাদের প্রতি করুনার দৃষ্টি নিয়ে তাকান। তবে ওইসব নারীরা অবিবাহিত আছেন কারণ তারা উপযুক্ত পাত্র পাননি।
সামারার বরাত দিয়ে সৌদি আরব থেকে প্রকাশিত আরবি ভাষার দৈনিক সদা জানায়, সৌদি নারীরা এখন উন্মুক্ত জগতে বসবাস করেন যেখানে সৌদি পুরুষরা এখন আর তাদের একমাত্র পছন্দের তালিকায় নেই। নারীরা এখন পড়াশোনা করেন, লেখালেখি করেন, খোঁজখবর করেন এবং অন্যান্য জাতের মানুষজনের সঙ্গে মতামত বিনিময় করেন, কখনো সরাসরি আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুনিয়া ব্যাপকভাবে বদলে গেছে এবং এর সঙ্গে তাল রেখে সৌদি নারীরাও বদলে গেছেন।
নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়