News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৩, ১৭ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রে শিশুসন্তানকে হত্যার দায় থেকে ২৩ বছর পর মুক্তি

যুক্তরাষ্ট্রে শিশুসন্তানকে হত্যার দায় থেকে ২৩ বছর পর মুক্তি

যুক্তরাষ্ট্রে গোয়েন্দা কর্মকর্তার দুর্নীতিতে ২৩ বছর পর নিজের শিশুসন্তানকে হত্যার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন এক নারী। এই দীর্ঘ সময়  ডেবরা মিল্ক (৫১) নামের জার্মান বংশোদ্ভূত ওই নারীকে মৃত্যুদণ্ডাদেশ বয়ে বেড়াতে হয়। খবর এএফপির।

গতকাল সোমবার দণ্ডাদেশ থেকে নিষ্কৃতি দিয়ে মামলাটি খারিজ করেন আদালত।

দুর্নীতিগ্রস্ত ওই গোয়েন্দা কর্মকর্তার নাম আরমান্ডো স্যালডেট। আদালতে শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এএফপি জানায়, ১৯৯০ সালে অ্যারিজোনায় ডেবরা মিল্কের চার বছর বয়সী ছোট ছেলেকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায়  জার্মান বংশোদ্ভূত ওই নারীর বিরুদ্ধে নিজের শিশুসন্তানকে হত্যার অভিযোগ আনা হয়।

উচ্চপদস্থ তদন্ত কর্মকর্তার দাবি, এমন অসমর্থিত প্রমাণের ওপর ভিত্তি করে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আরমান্ডো স্যালডেটের দুষ্কর্ম আড়ালে ঢাকা পড়ে থাকলেও উচ্চতর তদন্তে সত্য প্রকাশিত হয়।

মিল্ক ২০১৩ সাল থেকে জামিনে ছিলেন। প্রায় দুই দশকের বেশি সময় মৃত্যু পরোয়ানা বয়ে বেড়ানোর পর, দুই বছর আগে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। তখন প্রধান তদন্ত কর্মকর্তার ‘গুরুতর ভুল’ প্রমাণ হওয়ায় তাঁকে মুক্তি দেন আদালত।

গত চার দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে তিনি একমাত্র নারী, যিনি মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর মুক্তি পেলেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়