News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৫, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৩, ১৭ জানুয়ারি ২০২০

টিটিপি প্রধান নিহত!

টিটিপি প্রধান নিহত!

জঙ্গিসংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) প্রধান মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। তবে টিটিপি পাকিস্তানের এ দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে।

দেশটির গোলযোগপূর্ণ খাইবার উপজাতি এলাকায় গত সপ্তাহের শেষ দিকে চালানো বিমান হামলায় মোল্লা ফজলুল্লাহ গুরুতর আহত হয়ে মারা গেছেন বলে ধারণা করছে পাকিস্তান কর্তৃপক্ষ। ওই এলাকায় স্থল ও আকাশপথে চালানো হামলায় কমপক্ষে ৮০ জন জঙ্গি নিহত ও শতাধিক আহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে। ওই ঘটনায় সাত সেনাও নিহত হন। পিটিআই।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর ধারণা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ফজলুল্লাহ নিহত হতে পারেন। খাইবার-পাখতুনখাওয়ার গভর্নর মেহতাব খান আব্বাসি গতকাল বলেন, ফজলুল্লাহর নিহত হওয়ার তথ্যের সত্যতা আগামী কয়েক দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি এই খবর নাকচ করেছেন। তিনি বলেন, "তালেবান প্রধানের নিহত হওয়ার বিষয়ে যেসব খবর আসছে, তা পুরোপুরি ভিত্তিহীন।"

উল্লেখ্য, মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর তাঁর উত্তরসূরি হিসেবে ২০১৩ সালে টিটিপি প্রধানের দায়িত্ব পান ফজলুল্লাহ। `রেডিও মোল্লা` নামে পরিচিত ফজলুল্লাহকে গত বছরের ডিসেম্বরে পেশোয়ারের একটি স্কুলে রক্তক্ষয়ী হামলার প্রধান পরিকল্পনাকারী বলে মনে করা হয়। ওই হামলায় ১৫৪ জন মারা গিয়েছিল, যাদের মধ্যে অধিকাংশই ছিল ওই স্কুলের শিক্ষার্থী।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়