আন্ত্যেষ্টিক্রিয়ার রীতি ভাঙলেন কাবুলের নারীরা
পুরুষদের দ্বারা মরদেহ বহনসহ আন্ত্যেষ্টিক্রিয়ার সকল কার্য সম্পাদনার প্রচলিত রীতি ভাঙলেন কাবুলের কয়েকজন নারী। গণপিটুনিতে নিহত এক নারীর মরদেহ নারীরাই বহন করেন। পাশাপাশি, আন্ত্যেষ্টিক্রিয়ার সকল আনুসঙ্গিক কার্য নিজেরাই পালন করেছেন। বিবিসি।
আফগানিস্তানের কাবুলে কয়েকদিন আগে কোরআন পোড়ানোর অভিযোগে ফারখুন্দা নামের এক নারীকে পিটিয়ে হত্যা করে মরদেহে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। মোবাইল ফোনে এই ঘটনার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে ছড়িয়ে পড়লে এর ব্যপক সমালোচনা হয়। তবে, সরকারি এক তদন্তের পর বলা হয় ভুলক্রমে ফারখুন্দা নামের ওই নারীকে অভিযুক্ত করা হয়েছিল।
এই হৃদয়বিদারক ঘটনায় নিহত ওই নারীকে সম্মান জানাতে কাবুলের বেশ কিছু নারী অধিকার কর্মী ফারখুন্দার মরদেহের কফিন বহন করে আন্ত্যেষ্টিক্রিয়ার অন্যান্য কার্য সম্পাদন করেন। দাফনের আগে তার জন্যে খোঁড়া কবরে শুয়ে তার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ২৭ বছর বয়স্কা ফারখুন্দা শিক্ষাকে পেশা হিসেবে নেবার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম