News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৫, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৪, ১৭ জানুয়ারি ২০২০

সমৃদ্ধ সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইউ আর নেই

সমৃদ্ধ সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইউ আর নেই

ঢাকা: উত্তর ঔপনিবেশিক এশীয় রাজনীতির উঁচু মাপের ব্যক্তিত্ব সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ আর নেই। সোমবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন কুয়ান ইউ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

লি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী শ্যেন লং সোমবার সকালে এক বিবৃতিতে মৃত্যুর কথা ঘোষণা করেন। তিনি দেশটিতে সাতদিনের শোক ঘোষণা করেন ও ২৯ মার্চ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানান।

৩১ বছর ধরে নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা লি কুয়ানকে সিঙ্গাপুরের সমৃদ্ধির স্থপতি বলা হয়। লি পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) প্রতিষ্ঠা করেন এবং ১৯৫৯ সাল থেকে দেশটিতে সরকার পরিচালনা করে তার দল।

শ্যেন লং তার পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। একটি জাতি গঠন করেছেন, এবং সিঙ্গাপুরি হিসেবে আমাদেরকে গর্বিত করেছেন। তার মতো আর কাউকেই দেখিনি আমরা।”

লি কুয়ানের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গভীর দুঃখ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে তাকে ইতিহাসের একজন ক্ষমতাবান ব্যক্তি হিসেবে অভিহিত করেছন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ‘এশিয়ার স্বতন্ত্র প্রভাবশালী রাষ্ট্রনায়ক।’

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়