পরমাণু চুক্তির লক্ষ্যে আলোচনার অগ্রগতি হয়েছে: হাসান রুহানি
পরমাণু চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলছেন, এতে সৃষ্ট সমস্যার নিষ্পত্তি হতে পারে।
এর আগে, ফার্সি নববর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক পরিবর্তনে চুক্তি সম্পাদন এখন সময়ের ব্যাপার মাত্র।
মার্কিন প্রেসিডেন্টের পর পরমাণু চুক্তির লক্ষ্যে পৌঁছানোর সময়সীমা শেষ হওয়ার ১০ দিন বাকি থাকতেই ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য সমস্যার নিষ্পত্তির আশাবাদকেই নির্দেশ করছে বলে মনে করা হচ্ছে।
নববর্ষ উপলক্ষে এক বক্তৃতায় প্রেসিডেন্ট হাসান রুহানী বলেছেন, পরমাণু কর্মসুচি সংক্রান্ত আলোচনায় যে অগ্রগতি হয়েছে - তা একটি চুড়ান্ত চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
তিনি আরো বলেছেন, দুনিয়ায় এমন কিছুই নেই যার মীমাংসা করা যায় না।
এদিকে, সুইজারল্যান্ডে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আজই তার ব্রিটিশ, ফরাসী ও জার্মান কর্তৃপক্ষকে অবহিত করার কথা।
তবে, মার্কিন প্রেসিডেন্ট ও ইরানের প্রেসিডেন্টের আশাবাদি মন্তব্য সত্বেও অনেক পর্যবেক্ষকই এই আলোচনায় সাফল্যের কোন নিশ্চয়তা এখনো নেই বলে জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম