রোমে অভিবাসন, ইইউ ও সরকার বিরোধী সমাবেশ
রাজধানী রোমে অভিবাসন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রধানমন্ত্রী মাত্তেয় রেনজি’র সরকারের বিরুদ্ধে ইতালির প্রধান বিরোধী দল নর্দান লিগের কয়েক হাজার সমর্থকের অংশগ্রহণে বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার রোমের পিয়াজ্জা দেল পোপোলো’তে অনুষ্ঠিত এ সমাবেশে লিগের নেতা সালভিনি অভিবাসন, ইইউ ও রেনজি সরকারের নীতির তীব্র সমালোচনা করেন।
বিবিসি জানিয়েছে, ইইউ’র স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে রেনজি ইতালির স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন বলে অভিযোগ করেন সালভিনি। এছাড়া, ব্যাঙ্ক, ব্যবসা, কর ও রোমানীয় ট্রাক চালক, এসব বিষয়ে সরকারের অগ্রগতি নিয়ে উপহাস করেন।
অপরদিকে, নর্দান লিগের পাশাপাশি কয়েকশ’ গজ দূরে সালভিনি-বিরোধী বড় আর একটি সমাবেশও হয়েছে। বামপন্থি রাজনৈতিক দলগুলোর জোট, বর্ণবাদ-বিরোধী আন্দোলনকারী ও সমকামী অধিকারের জন্য আন্দোলনকারীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী রেনজি’কে ব্রাসেলসের “বোকা চাকর” বলে উল্লেখ করে নর্দান লিগের সমাবেশে সালভিনি বলেন, “আমি ইতালিকে পরিবর্তন করতে চাই। ব্রাসেলস ও ইউরোপীয় উন্মাদ নীতির কারণে বন্ধ্যা হয়ে যাওয়া ইতালির অর্থনীতিকে আবার গতিশীল করতে চাই।”
সরকারের অভিবাসন নীতিকে একটি “বিপর্যয়” বলেও অভিহিত করেছেন দেশটির বিরোধী দলীয় এ নেতা।
ইতালির মতামত জরিপ জানাচ্ছে, সালভিনি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন। জরিপে প্রধানমন্ত্রীর রেনজির পরে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত হয়েছেন সালভিনি।
নিউজবাংলাদেশ.কম/ এসজে
নিউজবাংলাদেশ.কম