News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ২১ মার্চ ২০১৫
আপডেট: ২২:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২০

সিঙ্গাপুরের স্থপতি ও সাবেক প্রধানমন্ত্রী লি`র অবস্থা সঙ্কটাপন্ন

সিঙ্গাপুরের স্থপতি ও সাবেক প্রধানমন্ত্রী লি`র অবস্থা সঙ্কটাপন্ন

সিঙ্গাপুরের স্থপতি ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়েন ইয়েউ’র শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তাঁকে বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা রয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।

এর আগে গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অপর এক বিবৃতিতে জানানো হয়েছিল, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী লি গুরুতর অসুস্থ।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৯১ বছর বয়সী লি।

ব্রিটিশ শাসনের থেকে মুক্তির পর সিঙ্গাপুরকে সবচেয়ে বেশি মাথপিছু আয়ের একটি শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করার জন্য বিশ্বব্যাপী লি ব্যাপক প্রশংসিত।

লি’র ছেলে লি সেয়েন লং বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়