News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০১, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১২:১২, ১৮ জানুয়ারি ২০২০

ইসরায়েলের ভোটে ‘নেতানিয়াহুর বিজয়’

ইসরায়েলের ভোটে ‘নেতানিয়াহুর বিজয়’

ইসরায়েলে সাধারণ নির্বাচনে বিজয় দাবি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই এ দাবি করলেন ডানপন্থী এ নেতা।

বুধবার ইসরায়েলের গণমাধ্যমে নেতানিয়াহুর এ বিজয়কে ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করা হয়েছে। কারণ সেখানকার গণমাধ্যমের জরিপ অনুযায়ী নেতানিয়াহু অনেকটাই পিছিয়ে ছিলেন।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২০তম এই নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ও মধ্য বামপন্থী জোট জায়োনিস্ট ইউনিয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল।

জানা গেছে, নতুন সরকার গঠনের জন্য এরইমধ্যে তিনি মধ্য ডানপন্থী দলগুলোর নেতাদের সঙ্গে আলাপ-আলোচনাও করেছেন।

অনদিকে নেতানিয়াহুর প্রতিপক্ষ জায়োনিস্ট ইউনিয়নের প্রার্থী আইজ্যাক হারজোগ পরাজয়ের খবর উড়িয়ে দিয়ে সমর্থকদের উদ্দেশে বলেছেন, আমি পরবর্তী সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

বুধবারই নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। আর তখনই বোঝা যাবে কে আসলে সরকার গঠন করছেন।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ৬১ আসন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়