News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৪, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১২, ১৮ জানুয়ারি ২০২০

মলমূত্র ও খাদ্য বর্জ্যে চলবে বাস

মলমূত্র ও খাদ্য বর্জ্যে চলবে বাস

সাধারণত জ্বালানি হিসেবে সরাসরি তেল বা গ্যাস ব্যবহার করেই চলে দুনিয়ার সব বাস এবং গাড়ি। তবে তেলের বিকল্প হিসেবে পানি ব্যবহার করে কম খরচে গাড়ি চালনো নিয়ে চলছে বিস্তর গবেষণা। কিন্তু এবার গাড়ি চালানোর জন্য সরাসরি তেল, গ্যাস বা পানির বদলে ব্যবহার করা হচ্ছে মানব বর্জ্য (মল-মূত্র) ও পরিত্যক্ত খাদ্যবস্তু।

বিষয়টি অনেকটা অবিশ্বাস্য হলেও ব্রিটেনে এর বাস্তবায়ন হতে যাচ্ছে খুব শিগগিরই।

সংবাদ মাধ্যম অরেঞ্জ জানায়, মানুষের মলমূত্র এবং পরিত্যক্ত খাবার থেকে প্রথমে উৎপদিত হবে বায়োমিথেন গ্যাস। পরে এ গ্যাস ব্যবহার করেই চালিত  হবে বাসটি। ব্রিটেনে এবং বিশ্বে এবারই প্রথম ‘পু-বাস’ নামের এ বাসটির পরীক্ষামূলক  চালনা সম্পন্ন করা হয়েছে  ।

ফার্স্ট ওয়েস্ট অব ইংল্যান্ড নামের একটি বিখ্যাত বাস কোম্পানি আগামী ২৫ মার্চ  থেকে ব্রিটেনে নিয়মিত এ বাস সার্ভিস চালু করবে।

মানব বর্জ্য এবং পরিত্যক্ত খাবার থেকে প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে ‘পু-বাস’টির প্রয়োজন হবে ৩২ হাজার পরিবারের ব্যবহৃত বর্জ্য।

৪০ সিটের এ বাসটি গত শরতে ব্রিস্টল এলাকায় প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

পরে, আগামী মার্চ মাস থেকে দুটি সার্ভিসে পু-বাস কিব্রিজ কজওয়ে থেকে স্টকউড পর্যন্ত সপ্তাহে চারদিন চলার সিদ্ধান্ত নেয় বাস কোম্পানিটি।

ফার্স্ট ওয়েস্ট অব ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক জেমস ফ্রিম্যান জানিয়েছেন, “আসলে মানব ব্যবহৃত বর্জ্য এবং পরিত্যক্ত খাবার থেকে উৎপদিত বায়োগ্যাস চালিত বাস সার্ভিসটি ব্যথ এবং ব্রিস্টল বিমান বন্দরের মধ্যে চালনার কথা ভাবা হয়। পরে এটি শুধুমাত্র ব্রিস্টল শহরের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়।”
 
ফ্রিম্যান বলেন, “সম্পূর্ণ নতুন, পরিবেশবান্ধব ‘পু-বাস’ সার্ভিস নিয়ে বিতর্কের নতুন দিগন্ত উন্মোচিত হোক আমরা এমনটি চাই।”  

নিউজবাংলাদেশ.কম/এএইচকে/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়