পাকিস্তানে একই দিনে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর
পাকিস্তানে একই দিনে ১২ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদির দণ্ড কার্যকর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিভিন্ন কারাগারে আটক এই ১২ জনকে ফাঁসিতে ঝুঁলিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ডন।
সব মিলিয়ে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা থাকলেও শেষ মুহূর্তে একজনের ফাঁসির আদেশ স্থগিত করা হয়।
ডন জানায়, করাচিতে দুজন, রাওয়ালপিন্ডিতে দুজন, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় একজন করে, জাহাং জেলা কারাগারে তিনজন এবং মিয়ানওয়ালিতে দুজনকে ফাঁসি দেয়া হয়েছে।
মুলতান জেলে জাফর ইকবাল ও ওয়াকার নাজির নামের দুইজনকে ফাঁসিতে ঝুঁলানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ওয়াকার নাজিরের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। আসামিপক্ষের সঙ্গে সমঝোতা হওয়ার কারণে তার ফাঁসি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম